Site icon Jamuna Television

প্রকাশ্যে কুপিয়ে হত্যা সমাজের অবক্ষয় ও ব্যর্থতার চিত্র: হাইকোর্ট

বরগুনায় স্ত্রীর সামনে যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। ঘটনাটিকে সমাজের অবক্ষয় ও ব্যর্থতার চিত্র বলছেন আদালত।

বরগুনার এ ঘটনাটি সকালে হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী। পরে আদালত বলেন, প্রকাশ্য দিনের আলোয় এমন ঘটনা ঘটলো, ভিডিও করা হলো, ঘটনস্থলে লোকজন দাঁড়িয়ে থাকলো, অথচ কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এটা সমাজের অবক্ষয়ের চিত্র। সারাদেশের মানুষ এ হত্যাকাণ্ডে মর্মাহত। দিনের আলোতে এমন ঘটনা অবিশ্বাস্য বলেও মন্তব্য করে হাইকোর্ট।

Exit mobile version