Site icon Jamuna Television

প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার সব আসামিকে গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামীকে হত্যার ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে উন্নয়ন কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যে কোনো মূল্যে অপরাধীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হবে। ব্যক্তিগত আক্রোশ থেকেই এমন ঘটনা বলে জানান মন্ত্রী।

তবে, সামগ্রিকভাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি বলে দাবি করেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Exit mobile version