Site icon Jamuna Television

বেসরকারি হাসপাতালগুলোতে শতকরা ৮০ ভাগ সিজারিয়ান ডেলিভারি: স্বাস্থ্যমন্ত্রী

বেসরকারি হাসপাতালগুলোতে শতকরা ৮০ ভাগ সিজারিয়ান ডেলিভারি হচ্ছে যার কারণে মাতৃস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। এক্ষেত্র চিকিৎসকদের আরও নৈতিক হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

দুপুরে রাজধানীর একটি হোটেলে লাইফস্টাল এবং হেলথ এডুকেশন নিয়ে প্রকল্পের সমাপনি অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। দেশে অসংক্রামক রোগ বেড়ে যাচ্ছে। বর্তমানে ১৫ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত, এক কোটি কিডনি রোগে আক্রান্ত বলে তথ্য দেন তিনি। নাগরিকদের নিয়মিত চেকাপের পরামর্শ এবং আরও সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

জানান, দেশে চিকিৎসার অনেক অবকাঠামো তৈরি হলেও ডাক্তারসহ অন্যান্য পদগুলোতে সংকট আছে। আগামী ১ বছরে সারাদেশে ৫’শ আইসিইউ এবং প্রতিটি জেলায় ৫ টি করে ডায়ালাইসিস বেড করার ঘোষণা দেন মন্ত্রী

Exit mobile version