Site icon Jamuna Television

এরশাদের শারীরিক অবস্থা উন্নতি তবে শঙ্কামুক্ত নয়: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে; তবে, এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ তথ্য জানিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

সকালে মতিঝিলে জাতীয় পার্টির বিভাগীয় সাংগঠনিক সমাবেশে তিনি একথা জানান। জিএম কাদের বলেন, শরীরে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাপা চেয়ারম্যান। পরে চিকিৎসকরা তার শরীরে বিভিন্ন ইনফেকশনের খোজ পান। চিকিৎসকরা জানিয়েছেন, ভর্তি হওয়া সময়ের তুলনায় ২৫% উন্নতি হয়েছে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা। এরশাদের সুস্থ্য হতে সময় লাগবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। জিএম কাদের জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী চলবে জাতীয় পার্টি।

Exit mobile version