Site icon Jamuna Television

ট্রাক-লেগুনা সংঘর্ষে চালকসহ নিহত ২

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীর শিলমুন এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ট্রাকের সঙ্গে লেগুনার সংঘর্ষে চালকসহ এক যাত্রী নিহত হয়। এঘটনায় ১০ জন আহত হয়েছে। হতাহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে টঙ্গী থেকে একটি লেগুনা পূবাইলের দিকে যাচ্ছিল। পথে লেগুনাটি ঢাকা-সিলেট সড়কের টঙ্গীর শিলমুল এলাকায় পৌঁছলে ট্রাকের সাথে লেগুনার মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার ড্র্রাইভার বাদল (৩২) ও যাত্রী সুভাষ চন্দ্র দাস (৪০) নিহত। আহত হয় আরো ১০ জন। আহতদের স্থানীয় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে ২জন মৃত দেহ, আহত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্র্তি করা হয়েছে।

Exit mobile version