Site icon Jamuna Television

মাগুরায় বিচারপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মাগুরা প্রতিনিধি
মাগুরা সদরের বেলনগর গ্রামে হাইকোর্টের বিচারপতি খায়রুল আলম এর গ্রামের বাড়িতে বৃহস্পতিবার ভোররাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই বিচারপতির মা, ভাই ও পরিবারের সদস্যদের জিম্মি করে মোট ২৩ ভরি সোনা, নগদ টাকা, মোবাইল সেটসহ বিভিন্ন জিনিষ লুট করে নিয়ে যায়।

ভূক্তভোগীরা জানান- বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে ৮/১০ জনের একদল ডাকাত তাদের বাড়ির পেছন দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। এ সময় তারা দেশীয় ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও সোনাসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Exit mobile version