Site icon Jamuna Television

ঝুট নিয়ে আওয়ামী লীগের দু গ্রুপের সংর্ঘষ, আহত-৭

গাজীপুরের কালিয়াকৈরে ঝুট ব্যবসা নিয়ে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ৭ জন।

উপজেলার চন্দ্রা এলাকায় নুর গ্রুপের পোশাক কারখানা থেকে পৌর শ্রমিক লীগের সভাপতি হারিজউজ্জামন হারিজ লোকজন দীর্ঘ দিন ঝুট ব্যবসা করে আসছে।
বৃহস্পতিবার দুপুরে ওই ঝুটকে কেন্দ্র করে পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন বাবু ও তসলিমের নেতৃত্বে কারখানার সামনে হারিজউজ্জামান হারিজের লোকজনের উপর হামলা চালায়। এসময় শামিম ও কালাম সহ ৭জন আহত হয়।

স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার জন্য কারখানা সামনে পুলিশ মোতায়ন রয়েছে।

Exit mobile version