Site icon Jamuna Television

যশোরে থানার পাশে সোনার দোকানে দিনের বেলা চুরি!

স্টাফ রিপোর্টার, যশোর

যশোর শহরের কোতোয়ালি থানা সংলগ্ন প্রিয়াঙ্গন জুয়েলার্সে আজ দুপুরে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিক ও কর্মচারীরা দুপুরে খাবার খেতে যাওয়ার পর চোরেরা দোকানের তালা ভেঙে প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে বলে দোকান মালিকের দাবি।

তবে পুলিশ বলছে, লুণ্ঠিত সোনা ২০ থেকে ৩০ ভরি হতে পারে। এ ঘটনার প্রতিবাদে সোনা ব্যবসায়ীরা দোকান বন্ধ করে কোতয়ালী থানা ঘেরাও করে।

দোকান মালিক অমিত রায় আনন্দ জানান, বেলা তিনটার দিকে তিনিসহ কর্মচারীরা দোকানে কলাপসিবল গেট বন্ধ করে তালা লাগিয়ে প্রতিদিনের মত বাসায় খেতে যান। সাড়ে চারটার দিকে এসে দেখেন দোকানের কলাপসিবল গেটের তালা ভাঙ্গা এবং দোকানের ভিতর তছনছ করা। তিনি দোকানে ঢুকে বুঝতে পারেন দোকানে চুরি হয়েছে। সাথে সাথেই তিনি কোতয়ালী পুলিশকে জানালে কোতোয়ালি পুলিশ সেখানে উপস্থিত হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অমিতের দাবি তার দোকান থেকে প্রায় ১০০ ভরি সোনা চুরি হয়েছে। যশোরে অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার দাবি করেন চুরি হওয়া সোনার পরিমাণ ২০ থেকে ৩০ ভরি। এই ঘটনায় এখনও থানায় মামলা হয়নি।

Exit mobile version