Site icon Jamuna Television

বরগুনায় রিফাতের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

বরগুনায় কুপিয়ে হত্যা করা রিফাত শরীফের জানাজায় মানুষের ঢল নামে। আজ বিকাল ৫টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় ইমামতি করেন বরগুনা কামিল (মডেল) মাদরাসা জামে মসজিদের ইমাম ক্বারী মো. সোলায়মান। জানাজায় উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরগুনা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ মো. জাহাঙ্গীর কবীর, বরগুনা জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বরগুনার সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসান মহারাজ, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু প্রমুখ।

এছাড়া জানাজায় নানা শ্রেণী-পেশার মানুষের ঢল নামে। জানাজায় উপস্থিত সবার কাছে রিফাতের পক্ষ থেকে ক্ষমা চান রিফাতের বাবা মো. দুলাল শরীফ এবং চাচা আজিজ শরীফ। এ সময় তারা রিফাতের রুহের মাগফেরাত কামনার জন্য সবার কাছে দোয়া চান।

Exit mobile version