Site icon Jamuna Television

বিশ্বকাপ শেষে শ্রীলংকা সফরে যাচ্ছে টাইগাররা

বিশ্বকাপ শেষেই শ্রীলংকা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। আগামী ২৫, ২৭ ও ২৯ জুলাই স্বাগতিক দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা সাকিব-তামিমদের।

গত ২১ এপ্রিল রোববার ইস্টার সানডে চলাকালে গির্জা ও বিলাসবহুল হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলায় শ্রীলংকাজুড়ে বিরাজ করছে আতঙ্ক। যে কারণে নিরাপত্তার শঙ্কায় শ্রীলংকা সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গত মে মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন শ্রীলঙ্কা সফরের গুঞ্জন উড়িয়ে দিলেও এসএলসির অনুরোধে ফের সফর নিয়ে আলোচনা শুরু হয়। টাইগারদের ভিআইপি নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়েছেন শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

বিশ্বস্ত একটি সূত্রে জানা যায় শ্রীলঙ্কার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের চার কর্মকর্তাকে সেখানে পাঠান হয়েছে। তারা সন্তোষজনক রিপোর্ট দিলেই বিশ্বকাপ শেষ শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ দল।

Exit mobile version