Site icon Jamuna Television

জামালপুরে স্ত্রীকে গাছের সাথে বেঁধে নির্যাতন, স্বামীসহ গ্রেফতার ৪

জামালপুরের মাদারগঞ্জে যৌতুকের মামলা করায় স্ত্রীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বৃহষ্পতিবার নির্যাতনের শিকার ওই নারীর স্বামী, শ্বশুরসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, মাদারগঞ্জ পৌরসভার ওই নারীর সাথে ৫ বছর আগে বিয়ে হয় পৌর এলাকার বালিজুড়ি পশ্চিমপাড়া গ্রামের মাজেম ফকিরের।

হার্ডওয়ার ব্যবসায়ী মাজেম সম্প্রতি তার শ্বশুরের কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা না পেয়ে মারধর করে স্ত্রীকে পাঠিয়ে দেয় বাবার বাড়িতে।

এক সপ্তাহ আগে আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করে ওই নারী।

মঙ্গলবার তাকে বাড়িতে ডেকে নেয় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। পরে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়।

নির্যাতনের ভিডিও বুধবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ চার জনকে গ্রেফতার করে।

Exit mobile version