Site icon Jamuna Television

রিফাত হত্যাকান্ডে জড়িত সন্দেহে আটক আরও ৪

বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িত আসামি চন্দন,হাসান ও নাজমুলকে গতকাল বরগুনার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া হত্যাকান্ডে জড়িত সন্দেহে এমভি মানামী লঞ্চ থেকে চার যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এমভি মানামী লঞ্চ থেকে তাদের আটক করা হয়।

আটককৃত চারজনের বাড়ি বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।

তবে আটককৃতরা রিফাত হত্যা মামলার আসামি বা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ।

কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি মো. নুরুল ইসলাম জানান, সকাল থেকেই বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটে পুলিশ সদস্যরা নজরদারি করছিলেন। যাতে রিফাত হত্যা মামলার কোনো আসামি বরিশাল হয়ে পালাতে না পারে। এরই ধারাবাহিকতায় বরিশাল থেকে ঢাকাগামী সকল লঞ্চে তল্লাশি করা হয়।

Exit mobile version