Site icon Jamuna Television

কঙ্গোর দক্ষিণাঞ্চলে খনি ধসে ৪১ শ্রমিকের মৃত্যু

কঙ্গোর দক্ষিণাঞ্চলে খনি ধসের কারণে প্রাণ গেছে কমপক্ষে ৪১ শ্রমিকের। এখনও ধ্বংসস্তুপে আটকা পড়ে আছে অনেকে।

কর্তৃপক্ষ জানায়, দেশটির কোলওয়েজি এলাকার কপার ও কোবাল্ট খনিতে কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে।

হঠাৎ-ই প্রচণ্ড বিস্ফোরণে ভেঙ্গে পড়ে খনির প্রবেশমুখ। ভেতরে চাপা পড়েন অর্ধ-শতাধিক মানুষ।

সুইস ভিত্তিক বিখ্যাত খনিজ পণ্য উত্তোলনকারী প্রতিষ্ঠান ‘গ্লেনকোর’ দাবি, দুর্ঘটনার পরপরই পর্যাপ্ত উদ্ধারকাজ চালানো হয়। কিন্তু, নীচের বিষাক্ত গ্যাস, স্থান ও আলোর স্বল্পতার কারণে দমবন্ধ হয়ে মারা যান বেশিরভাগ শ্রমিক। বাকিদের জীবিত ফিরিয়ে আনতে চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা।

প্রাথমিক তদন্তে জানানো হয়, যেকোন মুহুর্তে ভেঙ্গে পড়তে পারে- এমন দুটি খাঁজের ওপর কাজ করছিলেন শ্রমিকরা। সেসবই বিধ্বস্ত হয়েছে।

তবে পূর্ণাঙ্গ কারণ জানতে চলছে পুলিশী তদন্ত।

Exit mobile version