Site icon Jamuna Television

মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন বিরোধী সম্মেলনের অভিযোগ, বাহরাইনের দূতাবাসে হামলা

Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2019-06-26 21:44:07Z | |

মধ্যপ্রাচ্য শান্তি প্রস্তাব বিষয়ক দু’দিনের সম্মেলনের কারণে বাগদাদে অবস্থিত বাহরাইনের দূতাবাসে হামলা চালায় কয়েকশ’ বিক্ষুব্ধ ইরাকি।

দূতাবাস প্রাঙ্গনে ভাংচুর চালানোর পাশাপাশি বাহরাইন ও ইসরায়েলের পতাকায় অগ্নিসংযোগ করা হয়। আন্দোলনকারীরা কয়েক ঘণ্টা ঘেরাও করে রাখেন কূটনৈতিক এলাকাটি।

পরে ইরাকি নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

অভিযোগ, বাহরাইনের রাজধানীতে মধ্যপ্রাচ্য সংকট সমাধানের নামে আসলে ফিলিস্তিন বিরোধী সম্মেলন করছে যুক্তরাষ্ট্র। যেখানে ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউস উপদেষ্টা জেরাড কুশনার উপস্থাপন করেন ৫ হাজার কোটি ডলারের বিনিয়োগ তহবিল।

শান্তি প্রস্তাব মেনে নেয়ার বিনিময়ে ফিলিস্তিনকে দু’হাজার ৮শ’ কোটি ডলারের বরাদ্দ দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। একে ন্যাক্কারজনক আখ্যা দিয়েছে মাহমুদ আব্বাস প্রশাসন ও তাঁর মিত্ররা।

Exit mobile version