Site icon Jamuna Television

তিউনিসিয়ার রাজধানীতে দু’দফা বোমা বিস্ফোরণ, নিহত ১

তিউনিসিয়ার রাজধানীতে স্পর্শকাতর কূটনৈতিক এলাকায় দু’দফা জোরালো বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন এক পুলিশ সদস্য। বৃহস্পতিবারের হামলায় আরও ৮ জনের অবস্থা সঙ্কটাপন্ন।

স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ তিউনিসের সন্ত্রাসবাদ বিরোধী প্রধান কার্যালয় এবং ফরাসি দূতাবাসে চালানো হয় বোমার বিস্ফোরণ। এসসময় পাহাড়ায় থাকা নিরাপত্তারক্ষীরাই মূলত হতাহত হন।

হামলার কিছুক্ষণ পরই নিজস্ব সংবাদ মাধ্যম ‘আমাক নিউজে’ হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন আইএস। তাদের দাবি, আরও বেশি ক্ষয়ক্ষতি চালানোর পরিকল্পনা ছিল। বিদেশি কূটনীতিক ভবন ছিলো মূল টার্গেট।

ঘটনার পরপরই সামরিক হাসপাতালে হতাহতদের দেখতে ছুটে যান দেশটির প্রধানমন্ত্রী। হুঁশিয়ার করেন, তিউনিসিয়ায় জঙ্গিবাদের কোন স্থান নেই। হামলার সাথে সংশ্লিষ্টরা পাবে উপযুক্ত শাস্তি।

Exit mobile version