Site icon Jamuna Television

ইথিওপিয়ায় সেনা অভ্যুত্থান ব্যর্থ, আটক ২৫০

ইথিওপিয়ায় ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর আটক করা হয়েছে প্রায় ২৫০ জনকে। বৃহস্পতিবার (২৭ জুন) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে এ তথ্য।

তবে আটককৃতদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সেনা অভ্যুত্থানে তাদের সম্পৃক্ততার বিষয়টি তদন্তে পুলিশ বিভাগকে ২৮ দিনের সময় বেঁধে দিয়েছে আদালত।

উত্তরাঞ্চল ভিত্তিক দল নামা’র দাবি, আদ্দিস আবাবায় তাদের ৫৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আমহারা প্রদেশের প্রশাসনের সাথে শুরু থেকেই দ্বন্দ্ব ছিল দলটির। তবে অভ্যুত্থানের ঘটনায় স্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে দলটি।

চলতি সপ্তাহের শুরুতে রাজধানী আদ্দিস আবাবা ও বাহির দারে সেনা অভ্যুত্থানে প্রাণ হারান আমাহারা প্রদেশের প্রেসিডেন্ট, তাঁর শীর্ষ উপদেষ্টা এবং দেশটির সেনাপ্রধান। এরপর থেকেই বেড়েছে দেশটির নিরাপত্তা সংকট।

Exit mobile version