Site icon Jamuna Television

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ পরিবহন শ্রমিকের

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন। শুক্রবার (২৮ জুন) সকালে শহরের সাবগ্রাম এলাকায় ট্রাকের ধাক্কায় দুই জন এবং দুপচাঁচিয়া উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাঁঠালবোঝাই ট্রাক বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম বড়িয়া এলাকায় বিকল হয়ে পড়ে। সড়কের ধারে সেটি সারানোর চেষ্টা করছিলেন ট্রাকটির ৩ শ্রমিক। পাশে দাঁড়িয়েছিলেন সিএনজি অটোরিকশার চালক আল আমিন।

এসময় ঢাকামুখী একটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালক আল আমিন ও ট্রাকের চালকের সহকারী বিপ্লব প্রাণ হারান।

গুরুতর আহত ওই ট্রাকের চালকসহ আরো ২ জন হাসাপাতালে চিকিৎসাধীন।

এদিকে, সকাল ১০টার দিকে জেলার দুপাচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকায় আতিক পরিবহন নামে একটি বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে সিএনজি চালিক অটোরিকশা। এতে অটোরিকশার চালক হাসান ঘটনাস্থলেই প্রাণ হারান।

Exit mobile version