Site icon Jamuna Television

দ্বিতীয় দিনের মতো বিসিএস শিক্ষকদের কর্মবিরতি

দ্বিতীয় দিনের মতো আজও কর্মবিরতি পালন করছেন বিসিএস শিক্ষকরা। দু’দিন ধরা চলা কর্মবিরতিতে থমকে গেছে সারাদেশের সরকারি কলেজগুলোর শিক্ষা কার্যক্রম।

গতকাল ক্লাস-পরীক্ষা হয়নি দেশের কোনো সরকারি কলেজে। এমন কী, জাতীয় বিশ্ববিদ্যালয় গতকাল ও আজকের পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে। এতে বিপাকে পড়েছেন এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের কয়েক লাখ শিক্ষার্থী। আত্তীকৃত কলেজ শিক্ষকদের ক্যাডারভুক্ত না করার দাবিতে টানা দুই দিনের অবরোধ কর্মসূচি পালন করছেন বিসিএস শিক্ষকরা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version