Site icon Jamuna Television

সদস্য সংগ্রহে পরিবার নয়, দেখা হবে ব্যক্তির রাজনৈতিক পরিচয় :ওবায়দুল কাদের

আগামী ১ জুলাই থেকে আওয়ামী লীগ সদস্য সংগ্রহ অভিযান শুরু করবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নতুন সদস্যদের পরিবারে যুদ্ধাপরাধী থাকলেও তা’ বাধা সৃষ্টি করবে না বলেও নিশ্চিত করেন তিনি।

আজ দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তিনি একথা বলেন।

এ বিষয়ে দেশের সকল ইউনিটকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন ওবায়দুল কাদের। বলেন, নতুন সদস্য নির্বাচনের ক্ষেত্রে পরিবার নয়, সদস্যের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে। চলমান বাস্তবতায় জাতীয় কাউন্সিল পেছানোর কোন কারণ নেই বলেও জানান তিনি।

Exit mobile version