Site icon Jamuna Television

বিশ্বকাপ ম্যাচে হঠাৎ মৌমাছির আক্রমণ!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ব্যাটিংয়ে নেমে ধুঁকতে থাকে শ্রীলঙ্কান। লংকানদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে হঠাৎ করেই মাঠে হানা দেয় একঝাঁক মৌমাছি। আর মৌমাছির কামড় থেকে বাঁচতে ফিল্ড আম্পায়ারসহ উভয় দলের ক্রিকেটাররা মাটিতে লুটিয়ে পড়েন।

তবে ক্রিকেট মাঠে মৌমাছির আক্রমণ এবারই প্রথম নয়। তবে বিশ্বকাপের মাঠে মৌমাছি শেষ কবে আক্রমণ চালিয়েছে সেটা হলফ করে বরা মুশকিল।

শুক্রবার ইংল্যান্ডের চেষ্টার লে স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে লংকানদের ইনিংসের ৪৮তম ওভারের পঞ্চম বল খেলার পরই হঠাৎ করে মাঠে হানা দেয়া এক ঝাঁক মৌমাছি। মৌমাছির কামড় থেকে রেহাই পেতে মাঠেই শুয়ে পড়েন উভয় দলের ক্রিকেটাররা।

ক্রিকেটাররা মাঠে শুয়ে পড়ায় তাদের কোনো সমস্যা হয়নি। মৌমাছি নিজেদের মতো স্থান ত্যাগ করে। সুষ্ঠুভাবে খেলা শেষ হয়।

প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচে মৌমাছি হানা দিয়েছিল।

শুক্রবার ইংল্যান্ডের চেস্টার লে স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকান পেসার ডোয়েন টোরিয়াস এবং ক্রিস মরিসের গতির মুখে পড়ে ৪৯.৩ ওভারে ২০৩ রানে অলআউট লংকানরা।

Exit mobile version