Site icon Jamuna Television

অভির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পুরান ঢাকার উদীয়মান কন্ঠশিল্পী মোহাম্মদ উল্লাহ অভির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ঢাকা মিউজিসিয়ানস এসোসিয়েশন। মানববন্ধনে শিল্পীদের পাশাপাশি অভির পরিবারের সদস্যরাও যোগ দেন।

এসময় বক্তারা জানান, চলতি মাসের ১৩ তারিখে অভিকে ফোন করে কে বা কারা বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে বংশাল মুকিমবাজার কবরস্থানে অভির রক্তাক্ত দেহ পাওয়া যায়। প্রায় তিনমাস অতিবাহিত হলেও, বংশাল থানায় দায়ের কার হত্যা মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পরিবারের পক্ষ থেকে পুলিশি তদন্ত করে দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ঢাকা মিউজিসিয়ানস এসোসিয়েশন নেতৃবৃন্দ।

Exit mobile version