Site icon Jamuna Television

এখনও ধরা পড়েনি বরগুনায় রিফাত হত্যার মূল আসামিরা

বরগুনায় প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যাকাণ্ডে জড়িত নয়ন বন্ড রিফাত ফরাজীসহ বেশিরভাগ আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে।

এই ঘটনায় গ্রেফতার চন্দন, হাসান ও নাজমুলকে রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে প্রধান অভিযুক্ত নয়নসহ শনাক্ত হওয়া ১৩ আসামিকে এখনো ধরতে পারেনি পুলিশ। বুধবার সকালে স্ত্রী আয়েশা সিদ্দিকাকে নিয়ে বরগুনা সরকারি কলেজ থেকে ফেরার পথে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে নয়ন, রিফাত ফরাজিসহ কয়েকজন। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার। স্ত্রী আয়েশাকে উত্যক্ত করা নিয়ে নয়নের সঙ্গে বিরোধ চলছিল রিফাতের।

Exit mobile version