Site icon Jamuna Television

রাজবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের একটি পাট ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) দুপুরে রাজবাড়ী সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আলমগীর জানান, পাচুরিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের পাশের একটি পাট ক্ষেতে এক ব্যাক্তির মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানাই এবং ঘটনাস্থলে যাই। তবে ওই সময় আমি নিহতকে চিনতে পারি নাই।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, স্থানীয়রা লাশটিকে শনাক্ত করতে পারে নাই। হয়তবা বাইরে থেকে হত্যা করে তাকে এখানে ফেলে রাখা হয়েছে। ২-৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Exit mobile version