Site icon Jamuna Television

সংসদে ব্যবসায়ীদের দৌরাত্মের কারণে বেশিরভাগ আইন মালিকদের পক্ষে যায়: ড. মিজানুর রহমান

সংসদে ব্যবসায়ীদের দৌরাত্মের কারণে বেশিরভাগ আইন, মালিকদের পক্ষে যাচ্ছে, সাধারন মানুষ ভুক্তভুগি থেকেই যাচ্ছে। এমন মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।

সকালে জাতীয় প্রেসক্লাবে “সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ: নিরাপত্তা বীমার প্রয়োজনীয়তা, আলাদা তহবিল গঠন ও পরিচালনা” শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে বক্তারা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে লাইফ ইনসিওরেন্স কোম্পানির আওতায় বীমা গ্রহণ, বাৎসরিক তহবিল গঠন, ১৫/২০ কিলোমিটার পর পর ট্রমা সেন্টার স্থাপন, উন্নত মানের ড্রাইভিং সেন্টার করার প্রস্তাব দেন। এসময় গাড়ি মালিক ও শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ইনসিওরেন্সের শর্তকে জটিল উল্লেখ করে সেগুলো শিথিল করার প্রস্তাব দেয়া হয়।

Exit mobile version