Site icon Jamuna Television

রিফাত হত্যা মামলার এজহারভুক্ত আসামি রাকিব গ্রেফতার

বরগুনায় প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার মামলার এজাহারভুক্ত আরেক আসামি রকিবুল রিফাতকে গ্রেফতার করেছে র‍্যাব। তবে, এখনও মূল আসামি নয়ন, রিফাত ফরাজীসহ বেশিরভাগ আসামি ধরাছোঁয়ার বাইরে।

র‍্যাব কর্মকর্তারা জানান, গ্রেফতার রকিবুল এজাহারভুক্ত ১০ নম্বর আসামি। এই মামলার আরও তিন আসামি চন্দন, হাসান ও নাজমুলকে আগেই রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে হত্যায় জড়িত সন্দেহে সাইমুন নামের একজনকে পটুয়াখালী থেকে আটক করা হয়েছে। সে প্রধান আসামি নয়নের বন্ধু বলে জানিয়েছে পুলিশ।

গেল বুধবার সকালে স্ত্রী আয়েশা সিদ্দিকাকে নিয়ে বরগুনা সরকারি কলেজ থেকে ফেরার পথে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে নয়ন, রিফাত ফরাজিসহ কয়েকজন। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার। স্ত্রী আয়েশাকে উত্যক্ত করা নিয়ে নয়নের সঙ্গে বিরোধ চলছিল রিফাতের।

Exit mobile version