Site icon Jamuna Television

টসে জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের লর্ডসে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া এবারের আসরে ইতিমধ্যে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে নিউজিল্যান্ড সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথেই রয়েছে। আজ জিতলেই কিউইদের সেমিফাইনাল নিশ্চিত হবে।

মজার ব্যাপার হলো গত বিশ্বকাপের ফাইনালে এই নিউজিল্যান্ডকে হারিয়েও পঞ্চমবারের মতো শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। বিশ্বকাপে প্রথবার ফাইনালে খেলেও ট্রফির দুয়ার গিয়ে শিরোপা জয়ের স্বাদ পায়নি কিউইরা।

ওয়ানডে ক্রিকেটে শনিবারের আগে ১৩৬ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। তার মধ্যে ৯০টি ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া। আর ৩৯টিতে জয় পায় নিউজিল্যান্ড। দুই দলের মধ্যকার ৭টি ম্যাচে ফল হয়নি।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কু স্টইনিস, অ্যালেক্স কেরি, পেট কামিন্স, মিসেল স্টার্ক, নাথান লায়ন ও জেসন বেনড্রফ।

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিসেল সেন্টনার, ইস সাউদি, লুকি ফাগুর্নসন ও ট্রেন্ট বোল্ট।

Exit mobile version