Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর আশ্বাসে অনশন ভাঙ্গলেন প্রতিবন্ধী চাঁদের কণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাকরি দেয়ার আশ্বাসে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে অনশন প্রত্যাহার করেছেন শারীরিক প্রতিবন্ধি চাঁদের কণা। গতকাল এ নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন।

আজ শনিবার বিকেলে চাঁদের কণাকে তার যোগ্যতা অনুযায়ী চাকরি দেয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানানো হয়। শিগগিরই নিয়োগপত্র দেয়া হবে বলে জানিয়ে টেলিফোন করে অনশন প্রত্যাহারের আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

যমুনা নিউজকে চাঁদের কণা জানান, অনশন প্রত্যাহার করে নেয়া হয়েছে। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে নিয়োগপত্র পেতে চান বলে জানান তিনি।

বৃহস্পতিবার থেকে সরকারি চাকরির আশায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন শুরু করে। এ নিয়ে গতকাল যমুনা টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচারিত হয়।

Exit mobile version