Site icon Jamuna Television

যুদ্ধে এবার পকেট ড্রোন নামাবে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের যুদ্ধে হাতের মুঠোতে বা পকেটে বহনযোগ্য ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

আগামী মাসে দেশটিতে মার্কিন সেনা বহরের সঙ্গে ‘ব্ল্যাক হর্নেট’ নামের এ চালকহীন বিমানবহর পরীক্ষামূলক প্রথম মোতায়েন করা হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হাতে মার্কিন সর্ববৃহৎ ড্রোন আরকিউ-৪ গ্লোবাল হক বিধ্বস্ত হওয়ার পরই নতুন এ পরিকল্পনার কথা ঘোষণা করা হল। খবর স্পুটনিক নিউজের।

আফগানিস্তানে আগামী মাসে মোতায়েন করা হবে প্রথম মার্কিন ব্যাটালিয়ন, ৫০৮তম প্যারাসুট ইনফ্যান্ট্রি রেজিমেন্ট।

এ সেনাদলের মুখপাত্র জানিয়েছেন, তাদের সঙ্গেই মোতায়েন করা হবে ব্ল্যাক হর্নেট পারসোনাল রিকনিস্যান্স সিস্টেম নামে পরিচিত পকেট বা মুঠোতে বহনযোগ্য চালকহীন বিমান।

পূর্ণ বয়সী একটি ইঁদুরের ওজনের সমান এ ড্রোন টানা ২৫ মিনিট উড়তে পারে। ১৮ গ্রাম ওজনের চালকহীন বিমানটিতে বসানো থাকবে একটি সাধারণ এবং একটি তাপভিত্তিক বা থার্মাল ক্যামেরা।

ঘাঁটি থেকে এক মাইল দূর পর্যন্ত টহল দিতে সক্ষম এ চালকহীন বিমান সেকেন্ডে ১০ মিটার বেগে উড়তে সক্ষম।

Exit mobile version