Site icon Jamuna Television

লক্ষণ দেখছেন ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল

১৪ জুলাই লর্ডসে ফাইনাল। বিশ্বকাপের ফাইনালে কোন দুটি দল মুখোমুখি হতে পারে, তা নিয়ে শুরু হয়ে গেছে প্রবল জল্পনা। ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ জানিয়ে দিলেন, লর্ডসের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।

এ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স নিয়ে খুশি হলেও মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তিত লক্ষণ। তার মতে, ‘ধোনির স্ট্রাইক রোটেটের দিকে নজর দেয়া উচিত। ধোনি নিঃসন্দেহে দারুণ ক্রিকেটার তবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্ট্রাইক রোটেট করতে ওর সমস্যা হচ্ছিল।’ খবর পিটিআইয়ের।

এবারের বিশ্বকাপে ছন্দে রয়েছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। অন্যদিকে ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত।

ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও ভারতকে ম্যাচ জেতাচ্ছেন। এ প্রসঙ্গে লক্ষণ বলেন, ‘ভারতের বোলিং লাইনআপ এ মুহূর্তে বিশ্ব সেরা। বুমরাহ ও সামি দুর্দান্ত বল করে চলেছে। এর আগে ভুবিও বিশ্বকাপে ভালো বল করেছিল।’

Exit mobile version