Site icon Jamuna Television

ধোনি-মাশরাফীর করমর্দন নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম

পাকিস্তানকে হারানোর পর বিশ্বকাপে আরেক পড়শির মুখোমুখি হতে চলেছে ভারত। অবশ্য এর আগে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে টিম ইন্ডিয়া। ৩০ জুন বার্মিংহ্যামে স্বাগতিকদের মোকাবেলা করবেন তারা। আর ২ জুলাই শক্তিশালী বাংলাদেশের মুখোমুখি হবেন মেন ইন ব্লুরা।

দুই মহারণের আগে একই হোটেলে অবস্থান করছে ভারত ও বাংলাদেশ দল। এর বদৌলতে সাক্ষাৎ ঘটেছে ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং টাইগার কাপ্তান মাশরাফী বিন মোর্ত্তজার। দেখা হওয়া মাত্রই হাত মেলান তারা। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে গেছে।

বিপদের মুখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অর্ধশত রানের লড়াকু ইনিংস খেলেছেন ধোনি। তবু ঢিমেতালে ব্যাটিংয়ের জন্য সমালোচিত হচ্ছেন। খানিকটা অফফর্মে আছেন মাশরাফীও। এখন পর্যন্ত বিশ্বকাপে মাত্র একটি উইকেট পেয়েছেন তিনি। ভারতের বিপক্ষে কি তা কাটিয়ে উঠতে পারবেন?

বাংলাদেশ ক্রিকেটের অন্দরমহলের খবর, অভিভাবকের মতো দলকে আগলে রাখেন মাশরাফী। তার ‘তুই পারবি’ ভোকাল টনিক রীতিমতো ‘ঐতিহাসিক’ তকমা পেয়ে গেছে। যদিও সমালোচকরা এখন ওই মন্তব্য নিয়েই তাকে খোঁটা দিচ্ছেন।

অনেকেই হাসির ছলে বলেছেন, হাত মেলানোর সময় ধোনিকেও সম্ভবত ‘তুই পারবি’ বলে থাকতে পারেন বাংলাদেশ অধিনায়ক। যাই হোক ক্রিকেট মাঠের যুদ্ধে হারজিত থাকবেই। তবে সৌজন্যে খামতি থাকলে তো চলে না। এ ছবি সেটিই বোঝাচ্ছে।

এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই এখনও সেমিফাইনালে যাওয়ার আশা রয়েছে টাইগারদের। ভারত ও পাকিস্তানকে হারাতে পারলেই মিলতে পারে শেষ চারের টিকিট।

সবশেষ এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ভারতকেও চাপে ফেলেছিল তারা। তাই আশায় বুক বেঁধেছেন বাংলাদেশি সমর্থকরা। বিশ্বকাপে ব্যাটে-বলে দুরন্ত ফর্মে রয়েছে ভারত। ফলে ভারত-বাংলাদেশ দ্বৈরথ জমজমাট হতে চলেছে বলে মনে করছেন ক্রিকেটবোদ্ধারা।

Exit mobile version