Site icon Jamuna Television

তালাকপ্রাপ্ত মার্কিন অভিনেত্রীকে বিয়ে করছেন প্রিন্স হ্যারি

ব্রিটেনের প্রিন্স হ্যারি বিয়ের ঘোষণা দিয়েছেন। তার মেয়েবন্ধু মার্কিন অভিনেত্রী মেগান মার্কলকেই বিয়ে করছেন ছোট রাজকুমার। দুইজনের প্রণয় পরিণয়ে রূপ পাবে আগামী বসন্তে। আজ সোমবার এমনটাই জানিয়েছে রাজপরিবারের ক্লিয়ারেন্স হাউজ।

মেগান মার্কল এর আগে আরেক বিয়ে করেছিলেন। ৩৩ বছর বয়সী হ্যারির চেয়ে তিনি ৩ বছরের বড়। সম্প্রতি হ্যারি-মেগান জুটির প্রেমের সংবাদ প্রকাশ হওয়ার পর ব্রিটিশ রক্ষণশীল সংবাদমাধ্যমেগুলো নানা সমালোচনায় মুখর হয়। অবশ্য কিছু সংবাদমাধ্যমের আচরণকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়ে তাদেরকে সতর্ক করেছিলেন প্রিন্স হ্যারি।

মেগানের বাবা-মা ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠির সদস্য। ককেশিয়ান বাবা থমাস মার্কল দিয়ে করেছিলেন আফ্রিকান-আমেরকান ডোরিয়া র‍্যাগল্যান্ডকে। হ্যারি-মেগানের পরিচয় গত বছরের শেষের দিকে। ছয় মাস একে অন্যকে জানাশোনার পর নিজেদের সম্পর্কের বিষয়ে কথা বলেন তারা।

গত সেপ্টেম্বরে ভ্যানিটি ফেয়ান ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে হ্যারির সাথে প্রেম নিয়ে মেগান বলেছিলেন, ‘আমরা দু’জনে আসলেই সুখী’। রাজপরিবারের ক্লিয়ারেন্স হাউজের বিবৃতিতে বলা হয়, হ্যারি রানীকে তাদের সম্পর্কের বিষয়ে অবহিত করেছেন। রানীসহ রাজপরিবারের সদস্যরা হ্যারির সিদ্ধান্তে খুশি।

Exit mobile version