Site icon Jamuna Television

রিফাত হত্যার বিচার দাবিতে বরগুনায় বিএনপির মানববন্ধন

প্রকাশ্যে রিফাত হত্যার বিচার দাবিতে আজ বরগুনায় মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
শহরের প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় শুরু হয় এ কর্মসূচি। চলে ঘন্টাখানেক। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় বক্তরা বলেন, জনসম্মুখে রিফাত হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা। অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে থামছে না এধরনের হত্যাকাণ্ড। অবিলম্বে রিফাত হত্যায় জড়িত সবাইকে গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।

Exit mobile version