Site icon Jamuna Television

উত্তরায় উবারচালক হত্যাকাণ্ডে গ্রেফতার ৩

রাজধানীর উত্তরায় গাড়ির ভেতর উবারচালক আরমানকে গলা কেটে হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি-উত্তর) পুলিশ।

শনিবার রাজধানী ও এর আশপাশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে ডিবি।

তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করেননি তদন্তসংশ্লিষ্টরা।

ডিবি উত্তরের উপকমিশনার (ডিসি) মো. মশিউর রহমান বলেন, উবারচালককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

গত ১৩ জুন রাতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৫২ নম্বর বাড়ির সামনে একটি গাড়ির ভেতর থেকে উবারচালক আরমানের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পর দিন উত্তরা পশ্চিম থানায় নিহতের স্ত্রী রাবেয়া খাতুন একটি হত্যা মামলা করেন।

Exit mobile version