Site icon Jamuna Television

লন্ডনে পৃথক ছুরিকাঘাতে গর্ভবতী নারীসহ নিহত ২

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৃথক ছুরিকাঘাতের ঘটনায় আট মাসের গর্ভবতী এক নারীসহ দুজন নিহত হয়েছেন।

শনিবার দক্ষিণ ও পূর্ব লন্ডনে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, শনিবার ভোরে সাড়ে ৩টায় দক্ষিণ লন্ডনের একটি জায়গায় ছুরিকাহত ২৬ বছর বয়সী এক গর্ভবতী নারীকে পেয়ে উদ্ধার করে পুলিশ।

নারীটি মারা গেলেও অস্ত্রোপচারের মাধ্যমে তার পেটে থাকা বাচ্চাটিকে বের করা হয়।

সংকটজনক অবস্থায় থাকা বাচ্চাটিকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ছাড়া শনিবার রাতে লন্ডনের পূর্ব দিকে ছুরিকাহত এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২০ বছর। পরে আহত ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

এ দুটি ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version