Site icon Jamuna Television

রিফাত হত্যা পরিকল্পনাকারী পুলিশ নিয়োগে চূড়ান্ত মনোনীত!

বরগুনায় রিফাত হত্যার ঘটনায় ‘জিরো জিরো সেভেন বন্ড’ গ্রুপের আরেক সদস্য সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে গ্রেফতার আসামির সংখ্যা দাড়ালো ৫-এ।

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে সাগরকে আটক করা হয়। এরআগে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়া স্ক্রিনশটের কথোপকথনের মাঝে পাওয়া যায় সাগরকে। সবাইকে কলেজে উপস্থিত থাকতে যে নির্দেশনা দেয় মূল আসামি নয়ন, তাতে ‘লাইক’ দেয় সাগর।

জানা যায়, এজাহারে নাম না থাকলেও, সাগর ০০৭ নামের ফেসবুক ভিত্তিক গ্রুপ একজন সদস্য। হত্যাকাণ্ডের দিনে সেখানে আলাপচারিতায় তার অংশগ্রহণ দেখা গেছে। তাই সন্দেহভাজন আসামি হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, সম্প্রতি কনস্টেবল পদে নিয়োগের জন্য চূড়ান্ত মনোনীতও হয় সে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশ সুপার।

Exit mobile version