Site icon Jamuna Television

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ট্রলারসহ ২০ জেলে আটক

পটুয়াখালী প্রতিনিধিঃ
নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ ধরায় ২০ জেলেসহ এফবি নিপা-৩ নামে একটি মাছ ধরার ট্রলার আটক করা হয়েছে। রবিবার সকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ট্রলার মালিককে পঞ্চাশ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। এ ছাড়া ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এক লক্ষ একান্ন হাজার টাকায় কোস্টগার্ড নিজামপুর স্ট্রেশনে নিলাম দেয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেয়া পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, দেশের মৎস্য সম্পদের মজুত বাড়াতে গত ২৩ মে থেকে সাগরে ৬৫ দিন সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। এ কারণে এই সময়ে জেলেরা যাতে সাগরে মাছ শিকারে না যায় এ জন্য এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞার এই সময়ে জেলেদের সহযোগিতার জন্য সরকার জেলে প্রতি ৪০ কেজি করে চাল বিতরন করছে। জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। এর পরও যেসব জেলে আইন অমান্য করছে তাদের প্রতি আইন প্রয়োগ করা হচ্ছে।

Exit mobile version