Site icon Jamuna Television

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধের

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর সদর উপজেলা খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি এলাকায় ট্রেনে কাটা পড়ে হাতেম মোল্লা (৮০) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে রাজবাড়ী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মধুমতি এক্সপ্রেসের ট্রেনের সাথে এ ঘটনা ঘটে।

হাতেম মোল্লা জেলার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নে খোসবাড়ীয়া গ্রামের মৃত মোনছের মোল্লার ছেলে।

রাজবাড়ীর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে রাজবাড়ী থেকে রাজশাহী গামী মধুমতি এক্সপ্রেস বেলগাছি পৌছালে হাতেম মোল্লা রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় রাজবাড়ী জিআরটি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version