Site icon Jamuna Television

হামলা চালালে লিবিয়ার হাফতারের পরিণতি খুব খারাপ হবে: তুর্কি প্রতিরক্ষামন্ত্রী

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, লিবিয়ার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের স্বঘোষিত নেতা জেনারেল হাফতারের হুমকি মোকাবেলায় তার দেশ প্রস্তুত রয়েছে।

গতকাল জেনারেল হাফতারের একজন মুখপাত্র ঘোষণা দেন যে, এখন থেকে তুরস্কের যে কোনো সম্পদ ও স্বার্থে আঘাত হানাকে হাফতার বাহিনী ’বৈধ’ বলে মনে করবে। মুখপাত্র অভিযোগ করেন, তুরস্ক ত্রিপোলি ভিত্তিক জাতিসংঘ সমর্থিত সরকার ও তাদের যোদ্ধাদেরকে হাফতারের বিরুদ্ধে সহায়তা করছে।

এর জবাবে আজ রোববার তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেন, তুরস্কের জাহাজ বা অন্য কোনো স্বার্থে হামলা করলে বা শত্রুভাবাপন্ন আচরণ করলে হাফতারের পরিণতি খুবই খারাপ হবে।

তিনি আরও বলেন, তুরস্ক লিবিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করছে।

লিবিয়ান শাসক মোয়াম্মার গাদ্দাফীর পতনের পর লিবিয়া কার্যকত দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। এর একটির নেতৃত্ব দিচ্ছেন গাদ্দাফীর সাবেক সেনা কর্মকর্তা জেনারেল হাফতার এবং অন্যটির নেতৃত্বে আছেন জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর সমর্থিত বিরোধীপক্ষ।

Exit mobile version