Site icon Jamuna Television

বিজেপি নেতাকে নিয়ে উড্ডয়নের পরই নিয়ন্ত্রণ হারায় হেলিকপ্টার

বিজেপি নেতাকে নিয়ে উড্ডয়নের পরই নিয়ন্ত্রণ হারিয়েছে হেলিকপ্টার। তবে অল্পের জন্য বেঁচে গিয়েছেন তিনি। রোববার রাজস্থানের বিজেপি নেতা মহান্ত বালকনাথের এমন একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, রোববার হেলিকপ্টারে চেপে রাজস্থানের বিজেপি নেতা মহান্ত বালকনাথ দলীয় কাজে আলওয়ারে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই এ বিপত্তি ঘটে।

ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার কিছুটা উপরে ওঠার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। মাটি থেকে কিছুটা উপরেই এদিক সেদিক ঘুরতে শুরু করে হেলিকপ্টার। নিচে তখন বিজেপি নেতা মহান্তের কর্মী-সমর্থকেরা আতঙ্কে চিৎকার শুরু করেন। তবে অল্প সময়ের মধ্যেই পাইলট হেলিকপ্টারের নিয়ন্ত্রণ ফিরে পান।

নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর বিজেপি নেতাকে নিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যায় হেলিকপ্টারটি। ততক্ষণে নিচে দাঁড়িয়ে থাকা কর্মী-সমর্থকরাও নিশ্চিন্তে বাড়ির পথ ধরেন।

Exit mobile version