Site icon Jamuna Television

ময়মনসিংহে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পণ্যবাহী ট্রাক ও একটি মাছবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (১ জুলাই) ভোর পৌঁনে ৫টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের মেহেরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকাগামী মাছবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের সিটে বসা চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ময়মনসিংহ মেডিকেলের মর্গে রাখা হয়েছে তিনজনের মরদেহ। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

Exit mobile version