Site icon Jamuna Television

মোবাইলে ব্যস্ত মা, রেলিং দিয়ে পড়ে গেল শিশু?

সময়টা এখন মোবাইল ফোনের। মোবাইল ফোন ছাড়া শুধু নাগরিকই নয় গ্রামীণ জীবনও কল্পানাতীত।

তবে ডিজিটাল যুগে এসে অনেকেরই মোবাইল ফোন আসক্তি এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে, গুরত্বপূর্ণ দায়িত্বটুকুও এড়িয়ে যান তারা।

যে কারণে নানা বিপদ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়ত ঘটছে। অনেকে নিজেই বিপদগ্রস্ত হয়েছেন, দুর্ঘটনা কবলিত হয়েছেন।

এবার ঠিক এমনটাই ঘটল। মোবাইল ফোনে কথা বলতে গিয়ে নিজের শিশুকে বিপদে ফেললেন এক মা।

সম্প্রতি এমন ঘটনা কলম্বিয়ার ম্যাডেলিনের এক ব্যবসাকেন্দ্রে। সেখানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় সেই দৃশ্যটি।

ইতিমধ্যে সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

ওই ভিডিওটিতে দেখা গেছে, একটি শিশুকে নিয়ে লিফট থেকে বেরিয়ে এলেন এক নারী। লিফট থেকে বেরিয়েই তিনি ফোনে কথা বলতে শুরু করেন। মোবাইল ফোনে ব্যস্ত থাকায় তিনি এতো ছোট শিশুর কথাই ভুলে গেলেন। তার হাত ছেড়ে দেন। আর সেই সুযোগে শিশুটি নিজের মতো ঘোরাফেরা করতে থাকে। আর তাতেই ঘটে বিপত্তি।

মায়ের অন্যমস্কতার সুযোগে শিশুটি সামনের দিকে এগিয়ে যায়। এরপরেই সামনের রেলিং দিয়ে পড়ে যায় শিশুটি।

অবশ্য তখনই হুঁশ ফেরে মায়ের। মোবাইল ফোনে কথা বলা ছেড়ে দ্রুত দুর্ঘটনা থেকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েন তিনি এবং শিশুটিকে ধরে ফেলতে সক্ষম হন।

তবে এমন ভিডিও প্রকাশের পর রাস্তায়, গাড়িতে, লিফটে বা সিঁড়িতে মোবাইল ফোনে কথা বলার আগে সন্তানকে নিরাপদ রাখতে পরামর্শ দিয়েছেন অনেকে।

এ ঘটনার জন্য অতিরিক্ত মোবাইল ফোন নির্ভরতাকেও দুষছেন কেউ কেউ।

Exit mobile version