Site icon Jamuna Television

ধর্ষণের পর খুনের ঘটনায় ইউপি সদস্যসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ.
নওগাঁর নিয়ামতপুরে ধর্ষণের পর গৃহবধূকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ইউপি সদস্যসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্ততা দুরুল হুদা জানান, রোবার রাতে ভিকটিমের বাবা রফিজ শেখ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। পরে ঘটনার সাথে জড়িত সন্দেহে স্থানীয় পারইল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাফ্ফর মন্ডল ও বেগম নামে প্রতিবেশী এক নারীকে আটক করা হয়।
ওসি জানান, আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার রাতে নিয়ামতপুর উপজেলার দীঘি পাড়া গ্রামে গৃহবধূ রোপেলা খাতুনকে ধর্ষন ও নৃশংস ভাবে খুন করার ঘটনা ঘটে।

Exit mobile version