Site icon Jamuna Television

নুসরাত হত্যাসহ আলোচিত মামলাগুলোর বিচার কাজ দ্রুত সম্পন্ন হবে: আইনমন্ত্রী

হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা, ফেনীর কলেজ ছাত্রী নুসরাত হত্যাসহ আলোচিত সব মামলাগুলোর বিচার কাজ দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিচার প্রশিক্ষণ ইনস্টিউশনে ১৪২ তম রিফ্রেশারদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত বিচারের কাজ চলছে। জঙ্গি হামলা, নুসরাত হত্যা, রমিজ উদ্দিনের দুর্ঘটনসহ সব মামলায় ন্যায় বিচার নিশ্চিতে সরকার কাজ করছে। মামলাগুলো যাতে বিচারের বাইরে না যায় সেদিকে সরকারের নজর আছে, বিচার বিভাগ স্বাধীন তাই ওসব মামলার সরকারের কোন হস্তক্ষেপ নেই।

Exit mobile version