Site icon Jamuna Television

এবার প্রকাশ্যে যুবলীগ কর্মীকে নির্মমভাবে পিটুনি

চট্টগ্রামে আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী এলাকায় মো. মহসিন নামে এক যুবলীগ কর্মীকে নির্মমভাবে পিটিয়েছে একই দলের অনুসারীরা। পুলিশ এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করেছে পুলিশ।

গুরুতর আহত ওই যুবলীগ কর্মী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মারধরের শিকার মহসিন বিশ্বকলোনী এম ব্লকের বাসিন্দা। তিনি উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরওয়ার মোর্শেদ কচির অনুসারী বলে জানা গেছে।

মারধরের ঘটনার একটি ভিডিও ফুটেজ পেয়েছে পুলিশ। এতে দেখা যায় মহসিনকে মারধর করছে একদল যুবক।

ফুটেজ দেখে তুহিন, রাব্বী, পারভেজ, ফারহান ও খোকন নামের কয়েকজনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ। তারা সবাই স্থানীয় কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জহুরুল আলম জসীমের অনুসারি বলে অভিযোগ আহত মহসিনের পরিবারের।

Exit mobile version