Site icon Jamuna Television

বিশ্বকাপ থেকে এবার ছিটকে গেলেন বিজয় শঙ্কর

আবারও ভারতীয় শিবিরে দু:সংবাদ। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে এবার ছিটকে গেলেন বিজয় শঙ্কর। পায়ের আঙুলে চোট পাওয়ায় এই অলরাউন্ডারকে বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকতে হবে।

তার পরিবর্তে ভারতের স্কোয়াডে যুক্ত হতে পারেন মায়াঙ্ক আগারওয়াল। ২৮ বছর বয়সী এই ওপেনারের গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হলেও, তিনি এখন পর্যন্ত কোনো ওয়ানডে খেলেননি।

বিশ্বকাপের চলতি আসরে এ নিয়ে দ্বিতীয়বার পরিবর্তন এল ভারতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে। এর আগে চোটের কারণে ছিটকে পড়েন ওপেনার শিখর ধাওয়ান। তার পরিবর্তে দলে জায়গা করে নেন ঋষভ পান্ত।

এবার প্র্যাকটিসের সময় বুমরাহর ইয়র্কার পায়ের বুড়ো আঙুলে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার বিজয় শঙ্কর।

এদিকে সেমিফাইনালের সমীকরণে টিকে থাকার লড়াইয়ে ২ জুলাই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩ টায়।

Exit mobile version