Site icon Jamuna Television

ভারতে কমানো হলো গ্যাসের দাম

আজ ১ জুলাই থেকে রান্নার গ্যাসের দাম কমেছে প্রতিবেশী দেশ ভারতে। সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ১০০ রুপি কমিয়েছে দেশটির সরকার।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি ও মুম্বাইতে নন-সাবসিডির ক্ষেত্রে প্রতিটি সিলিন্ডারের দাম কমানো হয়েছে প্রায় ১০০ রুপি। অন্যদিকে ভর্তুকি দেয়া হয় এমন সিলিন্ডারের দাম কমানো হয়েছে প্রায় তিন রুপি।

গত ১ জুন থেকে ভারতে এলপিজির দাম ৩.৬৫ শতাংশ হারে বাড়ানো হয়। বাজার দরে সঙ্গে খাপ খাওয়াতে সিলিন্ডার প্রতি ২৫ শতাংশ হারে দাম বাড়ানোর ঘোষণা দেয় ইন্ডিয়ান ওয়েল।

এলপিজির দাম বাড়ানোর ঘটনাকে সামনে এনে সরব হয় দেশটির বিরোধী দলগুলো। ফলে এক মাসের মাথায় সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানালো মোদি সরকার।

এক বিবৃতিতে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন জানিয়েছে, গৃহস্থালির কাজে ব্যবহার করা এলপিজির দামে ভর্তুকি দেয় সরকার, ফলে সেই গ্যাসের দাম কমে হবে ৪৯৪ রুপি ৩৫ পয়সা। বাকি ১৪২ রুপি ৬৫ পয়সা ভর্তুকি হিসেবে দেওয়া হবে। আর সেই টাকা ভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে বলে জানা গেছে।

Exit mobile version