অং সান সু চির সাথে বৈঠকের আগেই সফররত পোপের সাথে আকষ্মিক বৈঠক সেরে ফেললেন মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিং অন। সেখানে তিনি দাবি করেন, মিয়ানমারে কোন ধরণের জাতিগত বৈষম্য নেই। আজ পোপ-সু চি বৈঠক হওয়ার কথা রয়েছে।
৩ দিনের সফরে পোপ ফ্রান্সিস গতকাল ইয়াঙ্গুনে পৌছান। রাতের দিকে মিয়ানমারের আর্চ বিশপের বাসভবনে পোপের সাথে ১৫ মিনিটের আকষ্নিক বৈঠক করেন জেনারেল মিং অন। যদিও বৈঠকটি পোপের সফরের শেষ দিনে হওয়ার কথা ছিল। সেনাপ্রধানের দাবি, শান্তি ও স্থিতিশীলতার জন্য আইন অনুযায়ী কাজ করছে সেনারা। সব ধর্মের সমান অধিকার নিশ্চিতের দাবিও করেন তিনি। বৈঠকে পোপ কী বলেছেন তা এখনও জানা যায়নি। বৈঠকের সময় বিশেষ অভিযান ব্যুরোর তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। রাখাইনে রোহিঙ্গা নিধনের জন্য শুরু থেকেই মিয়ানমার সেনাদের দায়ী করে আসছে বিশ্ব সম্প্রদায়।

