Site icon Jamuna Television

চীনের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চীনের প্রধানমন্ত্রী লি কেচিয়াংয়ের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকাল ৫টায় বাংলাদেশ বিমানের বিজি-১৭২০ বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী চীনের উদ্দেশে রওনা দেন তিনি।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ এবং বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কেচিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

৩ জুলাই বিকালে প্রধানমন্ত্রী বেইজিংয়ের লিজেনডাল হোটেলে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা ও নৈশভোজে যোগ দেয়ার কথা রয়েছে।

৪ জুলাই প্রধানমন্ত্রী লি কেচিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং গ্রেট হল অব দ্য পিপলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে চীনের প্রধানমন্ত্রী আয়োজিত এক ভোজসভায় অংশ নেবেন।

Exit mobile version