Site icon Jamuna Television

উইন্ডিজকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিল শ্রীলঙ্কা

ছবি-সংগৃহীত

বিশ্বকাপের চলতি আসরের আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় সংগ্রহ নিয়েছে শ্রীলঙ্কা। আর তাতে নেতৃত্ব দিয়েছে অভিষেক ফার্নান্দো। সঙ্গে ছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।

এর আগে ইংল্যান্ডের রিভারসাইড গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় উইন্ডিজ।

সেমি থেকে ছিটকে নিয়ম রক্ষার ম্যাচে শ্রীলঙ্কার হয়ে ইনিংসের শুরু করেন দিমুথ করুণারত্নে আর কুশল পেরেরা। ব্যাটিং এ নেমে ৩২ রানে সাজঘরের রাস্তা দেখেন করুণারত্নে। তবে উইকেটে থিতু হয়ে ৫১ বলে ৬৪ রানের ইনিংস খেলে বিদায় নেয় কুশাল পেরেরাও।

তৃতীয় উইকেট জুটিতে অভিষেক ফার্নান্দোর সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস। ৪১ বলে চারটি বাউন্ডারিতে ৩৯ রান করেন আউট হন মেন্ডিস। এরপর অ্যাঞ্জোলো ম্যাথিউসকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ফের ৫৮ রানের জুটি গড়েন ফার্নান্দো। আক্রমণাত্মক ব্যাটিং করে যাওয়া ম্যাথিউস ২০ বলে ২৬ রান করতেই জেসন হোল্ডার বলে বোল্ড হয়ে যান।

Exit mobile version