Site icon Jamuna Television

টাংগাইলে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

টাংগাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামে পুকুরে ডুবে স্কুল পড়ুয়া ‍দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

এরা হলো দিনমজুর সেলিম হোসেনের সন্তান শোয়েব হোসেন (৮) ও সূতি (৬)। দুজনই পঞ্চাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করতো।

প্রতিবেশীরা জানায়, আজ সোমবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। ক্লাস শুরুর আগে স্কুল থেকে অনতিদূরে একটি খাস দীঘি পাড়ে দুইভাই বোনকে খেলতে দেখা যায়। কোনো এক ফাঁকে তারা দীঘিপাড় থেকে পিছলে পানিতে পড়ে যায় বলে ধারনা করা হচ্ছে। এদিকে দুপুরে বাড়ি না ফেরায় উদ্ধিগ্ন বাবা-মা দীঘিপাড়ে খুঁজতে থাকেন। দীঘি পাড়ে দুজনের খেলনা ও বইপুস্তক দেখে তাদের সন্দেহ হয়। পরে দীঘিতে জাল ফেলে সন্ধ্যার আগে তাদের দুজনের লাশ উদ্ধার করা হয়।

এবিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মুস্তাফিজুর রহমান ঘটনা স্বীকার করে বলেন স্কুলে যাওয়ার সময় দুই ভাই-বোন খেলার ছলে  দিঘীতে পরে যায় এবং পরে তাদের লাশ পানিতে জাল ফেলে উদ্ধার করা হয়। 

Exit mobile version